Saturday, March 22, 2025
spot_img
23.6 C
West Bengal

Latest Update

Janhvi Kapoor

হাসপাতালে ভর্তি জাহ্নবী কাপুর, কী হয়েছে?

সম্ভবত শুক্রবার বা শনিবার জাহ্নবীরে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে

Follow us on :

মুম্বই: অনন্ত অম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে একেবারে মধ্যমণি ছিলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। কিন্তু খবর হাসপাতালে ভর্তি হতে হয়েছে শ্রীদেবী কন্যাকে। হ্যাঁ, এটা কোনও জল্পনা বা গুজব নয়। একেবারে সত্যি। একথা স্বীকার করে নিয়েছেন বাবা বনি কাপুরও। সিসিএলের জয়ের সেলিব্রেশনের অংশ নিতে কলকাতায় ছিলেন বনি কাপুর। সেখানেই একটি সংবাদমাধ্যমে তিনি জানান, আপাতত ঠিক আছে মেয়ে জাহ্নবী। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভবত শুক্রবার বা শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।

কিন্তু কী হয়েছিল জাহ্নবীর?

এক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চেন্নাই থেকে ফেরবার সময় এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন নায়িকা। বাড়ি ফেরার পর থেকেই অসুস্থবোধ করছিলেন জাহ্নবী। শারীরিক পরিস্থিতি আরও খারাপ হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে এয়ারপোর্টের সেই খাবারের জেরেই কি ফুড পয়জনিং-এর শিকার জাহ্নবী? তা স্পষ্ট নয়।

ঐশ্বর্যা-অভিষেক কী বিচ্ছেদের পথে? একটি পোস্টে জল্পনায় ঘৃতাহুতি

Entertainment