Saturday, March 15, 2025
spot_img
30.4 C
West Bengal

Latest Update

Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan

ঐশ্বর্যা-অভিষেক কী বিচ্ছেদের পথে? একটি পোস্টে জল্পনায় ঘৃতাহুতি

সত্যিই কি অভিষেক ও ঐশ্বর্যা বিচ্ছেদের পথে হাঁটছেন?

Follow us on :

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের (Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan) সম্পর্কে ভাঙন ধরেছে? বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা? এরকম জল্পনায় সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে। প্রতিদিন কিছু না কিছু নিয়ে চর্চা চলছেই। আবার জল্পনা আরও বাড়ে যখন অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দম্পতি একসঙ্গে প্রবেশ না করায়।

এরই মধ্যে জল্পনায় ঘৃতাহুতি হল যখন, হিনা খন্ডেলওয়াল নামে এক মহিলা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা কী ভাবে বাড়ছে তা নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টটি লাইক করেছেন স্বয়ং অভিষেক। এর পরেই নেটাগরিকদের অনুমান, সত্যিই কি অভিষেক ও ঐশ্বর্যা বিচ্ছেদের পথে হাঁটছেন?

হিনা খন্ডেলওয়াল তাঁর পোস্টে লিখেছিলেন, “ভালবাসাই যখন কঠিন হয়ে ওঠে, দীর্ঘ কাল বিবাহিত জীবন যাপন করা দম্পতিরাও তখন বিচ্ছেদের পথে হাঁটেন। কী এমন ঘটে যার জন্য এত বছরের বৈবাহিক জীবনে ইতি টানতে হয়?”

এই সেই সোশ্যাল মিডিয়া পোস্ট

উল্লেখ্য, অম্বানীদের বিয়েতে আলাদা প্রবেশ করলেও, বিয়ের অন্দরমহলে পাশাপাশি বসে থাকতে দেখা যায় অভিষেক ও ঐশ্বর্যাকে। তাঁদের সঙ্গে ছিলেন আরাধ্যা বচ্চনও।

মুম্বইয়ে অটোয় সফর কার্দাশিয়ার! দেখুন ভিডিও

 

Entertainment