স্পোর্টস ডেস্ক: ৬৯ দিনের বিরতি। তারপর ফের কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। হ্যাঁ, এবার রাজস্থান রয়্যালসের কোচ হলেন রাহুল দ্রাবিড়। ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসাবেও কাজ করেছিলেন তিনি।
দ্রাবিড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবর শুক্রবার দুপুরে জানিয়েছে রাজস্থান। গোলাপি-নীল জার্সি নিয়ে রাজস্থানের সিইও জেক লাস ম্যাক্রামের সঙ্গে দ্রাবিড়ের ছবিও পোস্ট করা হয়েছে। বেঙ্গালুরুতে দ্রাবিড়ের শহরে গিয়ে চুক্তি সই হয়েছে বলে খবর। নতুন দায়িত্ব নিয়ে দ্রাবিড় বলেছেন, “বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে। আর সেই কাজের জন্য নিখুঁত দল রাজস্থানই।”
অন্যদিকে, রাজস্থান রয়্যালসের দায়িত্ব এত দিন ছিল কুমার সঙ্গকারার হাতে। ২০২১ সাল থেকে দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, সেই দায়িত্ব ছেড়ে তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন।