নয়া দিল্লি: গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সিবিআইয়ের পর এবার ইডি মামলাতেও জামিন অনুব্রতর।
দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হল। ফলে তিহাড় জেল থেকে এ বার তিনি মুক্তি পেতে চলেছেন। পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। কিছু দিন আগে অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন।