কলকাতা: ‘দানা’ (Cyclone Dana) কখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে? এটাই এখন সবার প্রশ্ন। এ বিষয়ে মৌসম ভবনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে ৭৭০ কিলোমিটার দূরে রয়েছে। বুধবার দুপুরের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘দানা’।
কতদূরে কীভাবে জানা যাচ্ছে?
নিম্নচাপের অবস্থান, গতিপ্রকৃতির উপর সর্বদা নজর রেখেছেন আবহবিদেরা। বিশ্লেষণ করে দেখা হচ্ছে উপগ্রহচিত্র। সেই সব ছবি থেকেই নিম্নচাপের গতিবিধি সম্পর্কে তথ্য নিয়ে আগাম সতর্ক করছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে আর কী জানা যাচ্ছ?
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা থেকে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে নিম্নচাপ এগিয়ে আসছে। ওড়িশার পারাদ্বীপ থেকে ৬৭০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি। এখনও অবধি নিম্নচাপটির গতিপ্রকৃতি দেখে আবহবিদদের অনুমান, বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ‘দানা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পর সেটি অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। ‘ল্যান্ডফলের’ সময় এটির সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘণ্টা ১০০ থেকে ১১০ কিলোমিটার।