স্পোর্টস ডেস্ক: ৫৯.৪ ওভারে রান-আউট হন আকাশ দীপ। আর সেখানেই ভারতের ইনিংস। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৬৩ রানে। অর্থাৎ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের নিরিখে ২৮ রানের লিড দিল টিম ইন্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এজাজ প্যাটেল ২১.৪ ওভার বল করে ১০৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
দুরন্ত ছন্দে থাকা শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরি কার্যত নিজের হাতেই শেষ করলেন এজাজ। এর আগে অনেকবারই ৯০ এর ঘরে আউট হয়েছেন শুভমন। তালিকাটা আরও লম্বা হল। লাঞ্চ বিরতিতে যখন গিয়েছিলেন, গিল ছিলেন ৭০ রানে। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে বেশিক্ষণ ক্রিজে কাটানো হল না গিলের। ৯০ রানে আউট হয়ে মাঠ ছাড়লেন তিনি। গিল আউট হওয়ার পর তড়িঘড়ি শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস।