কলকাতা: বৃহস্পতিবার সকালে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে এসেছিলেন কাজল (Actress Kajol)। পরনে পিচ রঙা শাড়ি। আদ্যোপান্ত বাঙালি লুক। নতুন ছবির কাজে শহরে এসেছেন অভিনেত্রী। তাই মা-কে পুজো দিয়ে নতুন যাত্রা শুরু করলেন অভিনেত্রী।
আচমকা যদি প্রিয় নায়িকাকে চোখের সামনে দেখা যায়, তাঁকে এক বার ছুঁয়ে দেখার চেষ্টা করবেন না, তা-ও কি হয়! কাজলকে দেখে অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস সামলানো কঠিন হয়ে পড়েছিল দেহরক্ষীদের পক্ষে। তাঁর নতুন ছবি ‘মা’। সেইজন্যই শহরে আসা নায়িকার। পুজো দিয়ে বেরিয়ে সকলের সামনে কিছু ক্ষণ দাঁড়িয়ে রইলেন কাজল। তার পর পাড়ি দিলেন নিজের গন্তব্যে।