ওয়েব ডেস্ক: বুধবার ভোরে পর পর দু’বার ভূকম্পন (Earthquake) অনুভূত হয়েছে হিমাচল প্রদেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে হিমাচলের চাম্বায় প্রথম বার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এর ঘণ্টাখানেকের মাথায় আর একবার কেঁপে ওঠে মাটি। সেটি হয় ভোর ৪টে ৩৯ মিনিট নাগাদ। মাত্রা ৪.০। দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এমনিতেই গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে হিমাচলে। সঙ্গে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানের মতো নানা প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, গত ২০ জুন থেকে বর্ষাজনিত কারণে প্রায় ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে মারা গিয়েছেন ১৪৩ জন— ভূমিধস, মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান কিংবা জলে ডুবে। ১৩৩ জনের মৃত্যু হয়েছে দুর্যোগের জেরে সৃষ্ট সড়ক দুর্ঘটনায়।