কলকাতা: বিজেপি (BJP) থেকে একপ্রকার ব্রাত্য হয়ে পড়েছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narrendra Modi)। সেই সভাতেও আমন্ত্রণ পাননি তিনি। তাহলে কি দিলীপের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছেন বিজেপি নেতারা? এমন প্রশ্ন উঠেছিল। তবে সোমবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে স্বমেজাজে দেখা গেল বিজেপির প্রাক্তন সভাপতিকে। সংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিলেন তিনি।
সাংবাদিকরা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রশ্ন করেছিলেন, ৩ বার প্রধানমন্ত্রীর সভা এড়িয়ে যাওয়ার পরেও কি আপনি ২৬ এর বিধানসভায় দলের প্রার্থী হচ্ছেন? সেই প্রশ্নের উত্তরে বিজেপির প্রাক্তন সভাপতি বলেছেন, “এখনই এইসব অনুমান করে আমরা রাজনীতি করিনা। দলের একটা সিস্টেম আছে। কমিটি হবে। আমাদের পার্টির সংসদীয় কমিটি প্রার্থীর নাম চূড়ান্ত করে। যারা এই দায়িত্বে আছেন তারা আমাকে জিজ্ঞাসা করলে আমি আসন নিয়ে যা বলার জানিয়ে দেব। ” এর পরেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনার গুরুত্ব বহাল আছে তার মানে? এর উত্তরে দিলীপ বলেন, “এতদিন পার্টি যা দায়িত্ব দিয়েছে পালন করেছি। ভবিষ্যতেও যা দায়িত্ব দেবে পালন করব।”