Thursday, December 4, 2025
spot_img
20 C
West Bengal

Latest Update

FIFA World Cup 2026

FIFA World Cup 2026 | ৪৮ দলের বিশ্বকাপে কীভাবে হবে ড্র? জানুন বিস্তারিত

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়তে চলেছে ২০২৬-এর ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। এবার প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে টুর্নামেন্টে। দল বাড়ায় বাড়ছে ম্যাচও—৩২ দলের বিশ্বকাপ যেখানে হতো ৬৪টি ম্যাচ, সেখানে নতুন ফরম্যাটে হবে ৮০টি ম্যাচ। ৪৮ দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে, প্রতিটিতে ৪টি করে দেশ। সেই বহুল প্রতীক্ষিত গ্রুপ বিন্যাস প্রকাশ করা হবে শুক্রবার।

কীভাবে হবে গ্রুপ ড্র?

  • ফিফা গ্রুপ তৈরির জন্য একাধিক নিয়ম বেঁধে দিয়েছে।
  • মোট ৪টি পটে সাজানো হবে দলগুলিকে, ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
  • ৪২টি দল ইতিমধ্যেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। বাকি ৬টি স্লট রাখা হচ্ছে বাছাইপর্বের শেষ রাউন্ডের দলের জন্য।
  • প্রতি গ্রুপে থাকবে ৪টি দল—প্রতিটি পট থেকে একটি করে।

মহাদেশভিত্তিক শর্ত

  • একটি গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল থাকতে পারবে।
  • ইউরোপ ছাড়া অন্য কোনও মহাদেশ থেকে একটির বেশি দল একই গ্রুপে রাখা যাবে না।

আয়োজকদের বিশেষ সুবিধা

  • আয়োজক তিন দেশ—মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—থাকবে প্রথম পটে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দেশ—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড—কোনওটিই একই গ্রুপে পড়বে না। এমনভাবে বিন্যাস করা হবে যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়।

টুর্নামেন্টের কাঠামো

  • গ্রুপ পর্যায়ে হবে রাউন্ড-রবিন লিগ।
  • প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা ৮টি তৃতীয়স্থানাধিকারী দল যাবে দ্বিতীয় রাউন্ডে।
  • দ্বিতীয় রাউন্ডে মোট ৩২ দল। সেখান থেকেই শুরু হবে নক-আউট পর্ব।

৪৮ দলের নতুন ফরম্যাটে বিশ্বকাপ আরও বড়, দীর্ঘ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে—ফুটবল বিশ্ব তাকিয়ে শুক্রবারের গ্রুপ ঘোষণার দিকে।

Entertainment