স্পোর্টস ডেস্ক: আরও একটি বড় ইনিংসের আশায় ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু হতাশ করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিজয় হজারের প্রথম ম্যাচে সিকিমের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ রোহিত।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় মুম্বই। দেবেন্দ্র সিংহের করা বলেই জগমোহন নাগারকোটির হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে তাই আর দেখা গেল না ‘রোহিত শো’। তাঁকে খেলতে দেখতেই মাঠে ভিড় করেছিলেন বহু দর্শক। কিন্তু প্রথম বলেই আউট হওয়ায় হতাশা ছড়ায় গ্যালারিতে। ডাগআউটে ফেরার সময় রোহিতের মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল—এমন পরিণতির জন্য তিনিও প্রস্তুত ছিলেন না।
উল্লেখযোগ্যভাবে, বুধবার এই একই মাঠে বিজয় হজারের প্রথম ম্যাচে ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রোহিত। সেই ইনিংসে ছিল ১৮টি চার ও ৯টি ছক্কা। তাঁর ব্যাটিং দাপটে মাত্র ৩০.৩ ওভারে ২৩৬ রান তাড়া করে জিতে যায় মুম্বই। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই ছন্দ আর ধরে রাখতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক।
টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন শুধুমাত্র এক দিনের ক্রিকেটেই মনোযোগী রোহিত। লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। সেই লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবেই ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই সাত বছর পর বিজয় হজারে খেলতে নামেন তিনি। যদিও বোর্ড তাঁকে বিশেষ ছাড় দিয়েছে—দু’টি ম্যাচ খেললেই চলবে। সেই দু’টি ম্যাচই খেলে ফেলেছেন রোহিত। একটিতে ঝকঝকে শতরান, অন্যটিতে শূন্য।




