কলকাতা: ৬৮ রানে ইংল্যান্ডকে হারিয়ে টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে ভারত। ইংল্যান্ডকে হারিয়ে চোখে জল ভারত অধিনায়ক রোহিত শর্মার। জয়ের পর মাঠ থেকে ড্রেসিংরুমে ঢোকার সময় হঠাৎ সাজঘরের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন রোহিত শর্মা। তাঁর চোখে তখন জল। বাঁ হাত তুলে চোখ ঢাকলেন। কয়েক সেকেন্ড পরে হাত নামালেন। তাকিয়ে থাকলে সামনের দিকে। দেখে বোঝা যাচ্ছিল, ফাইনালে উঠে, বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
কিছু ক্ষণ পরে বিরাট কোহলি সাজঘর থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন। তাঁর গায়ে হাত রেখে কথা বললেন। হাসানোর চেষ্টা করলেন। কিছু ক্ষণ পরে হাসি দেখা গেল রোহিতের মুখেও।
আরও পড়ুন: https://news1bangla.in/team-india-beat-england-t20-world-cup-news-1-bangla/