Wednesday, March 19, 2025
spot_img
37.8 C
West Bengal

Latest Update

Abhishek Banerjee

বাংলা বঞ্চিত, বাজেট পেশের পর বললেন অভিষেক

তৃণমূল সাংসদের দাবি, “এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি।”

Follow us on :

কলকাতা: বাজেট পেশের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, “বঞ্চনা। এই নিয়ে হাউসে যা বলার বলব। এখন কিছু বলছি না।” তৃণমূল সাংসদের দাবি, “এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি।” এরপরই অভিষেক বলেন, “বাংলাকে বঞ্চিত করে রেখেছে। এটা নতুন কিছু নয়। এই যে বারো জন সাংসদ পাঠিয়েছে তার নিট ফল শূন্য।”

এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টানেন তৃণমূল ‘সেনাপতি’। অভিষেক বলেন, “শুভেন্দু অধিকারী চারদিন আগে যে মন্তব্য করেছিলেন যো হামারে সাথ,হাম উনকে সাথ। এটাই প্রমাণ করে দিল। নিজের সরকারকে বাঁচিয়ে রাখতে বিহার আর অন্ধ্রপ্রদেশকে ঢেলে দিল। অন্য রাজ্যকে দিক আপত্তি নেই। কিন্তু বাংলাকে বঞ্চিত করে নয়।”

বাজেট নিয়ে কী বললেন মমতা?

 

Entertainment