ওয়েব ডেস্ক: ‘বুলবুল’ ও ‘কলা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তৃপ্তি দিমরি (Triptii Dimri)। এরপর ‘অ্যানিম্যাল’-এ তৃপ্তির সাহসী অভিনয় নিয়ে এখন আলোচনা হয়, সমালোচনাও হয়। কিন্তু সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি ডিমরির ‘আইটেম’ গান ‘মেরে মেহবুব’। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই রোষের মুখে পড়েছেন অভিনেত্রী। এই গানে তাঁর নাচের ভঙ্গি নাকি অশালীন, মনে করছেন নেটাগরিকেরা।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সমালোচনা নিয়ে মুখ খুললেন তৃপ্তি। অভিনেত্রী বলেন, ‘আমি নিজের চেনা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করি না। ‘বুলবুল’ ও ‘কলা’ আমার চেনা গণ্ডির ছবি। এই ছবিতে অভিনয় করার সময় আমি স্বচ্ছন্দ ছিলাম। আমার এমনিতেই এই ধরনের চরিত্রে অভিনয় করতে ভাল লাগে। কিন্তু ‘অ্যানিম্যাল’-এর চরিত্র আমার কাছে সহজ ছিল না। বেশ বেগ পেতে হয়েছিল।’
তৃপ্তি আরও বলেন, ‘আসলে অভিনেতা হিসেবে এমন চরিত্রেই কাজ করতে চাই যেটা আমার কাছে কঠিন মনে হবে। যেই চরিত্রে কাজ করতে গিয়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা যায়।’ চরিত্রটি নিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আমি নিজে যদি ‘জোয়া’র জায়গার থাকতাম, তা হলেও ঠিক এমনই আচরণ করতাম। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের পৃথক পৃথক রং রয়েছে। কখনও খুব ভাল, কখনও খুব খারাপ, কখনও খুবই কুৎসিত। ছবিতে অভিনয় করে আমরা প্রতিটি রং ফুটিয়ে তুলতে পারি।’
View this post on Instagram