Saturday, March 22, 2025
spot_img
21.3 C
West Bengal

Latest Update

Bengaluru Nightlife

রাত ১টা পর্যন্ত খোলা থাকবে রেস্তরাঁ-বার, বিরাট সিদ্ধান্ত এই রাজ্যের

বেঙ্গালুরু শহরে দীর্ঘায়িত হবে নৈশজীবন!

Follow us on :

বেঙ্গালুরু: বেঙ্গালুরু শহরে দীর্ঘায়িত হবে নৈশজীবন! লাইসেন্স-প্রাপ্ত ক্লাব, হোটেল, রেস্তরাঁ, পানশালা রাত ১টা পর্যন্ত খোলা রাখা যাবে, এই মর্মে নির্দেশিকা জারি করল কর্নাটক রাজ্য সরকার। বড়সড় রাজস্ব আদায়ের জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। স্টেট আর্বান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ২৯ জুলাইয়ের এই নির্দেশিকা প্রযোজ্য শুধুমাত্র বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকের অধীনে থাকা বিপণন ভবনের জন্য।

নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাব, হোটেল, পানশালা এবং রেস্তরাঁ রাত ১টা পর্যন্ত খাদ্য এবং পানীয় সার্ভ করা যাবে। নির্দেশিকা অনুযায়ী সিএল-৪, সিএল-৬, সিএল-৭, সিএল-৭ডি লাইসেন্স থাকলে দোকান খোলা রাখা যাবে সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত। সিএল-৯ লাইসেন্সপ্রাপ্ত, অর্থাৎ যেখানে অ্যালকোহলজাত পানীয় সার্ভ করা হয় তা খোলা থাকতে পারবে সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত।

Entertainment