এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্প্রতি হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদ সামনে এসেছে। এমনকী বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ মালাইকা অরোরা ও অর্জুন কপূরও সম্পর্কে ইতি টেনেছেন। আবার ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনাও চলছে। এর মধ্যেই পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) এক ‘রহস্যময়’ পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে পরিণীতি লিখেছেন, “এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভাল করে দেখার জন্য থেমেছি। আবারও বুঝেছি, একজনের মানসিকতাই সব। অপ্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। এর জন্য এক সেকেন্ড সময়ও নষ্ট করবেন না। সময় কিন্তু বয়ে চলেছে। প্রতিটি মুহূর্ত কী ভাবে কাটাবেন, তা আপনার উপরেই নির্ভর করছে। অন্য কারও জন্য বাঁচা বন্ধ করুন। নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁছে নিন। বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না।”
এখানেই শেষ নয়, পরিণীতি আরও লেখেন, “অন্যেরা কী ভাবছেন, তা নিয়ে ভাবা বন্ধ করুন। কোনও পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া বদলান। জীবনে সময় কিন্তু সীমিত। তাই নিজে যেমন চান, তেমন ভাবেই বাঁচুন।”
View this post on Instagram