ওয়েব ডেস্ক: বিয়ে বলে কথা। কত রীতি-নীতি রয়েছে, সেই সব নিয়ম মেনে তবেই বিয়ে হয়। তার জন্য মানসিক প্রস্তুতিও লাগে। আবার সবচেয়ে বড় যেটা সেটা হল প্রয়োজনীয় ছুটি। কিন্তু সেই ছুটি যদি না পাওয়া যায়, তাহলে বিয়ে কী করে হবে। এবার ঘটে গেল অভিনব ঘটনা। বিয়ে হল ভিডিও কলে। হ্যাঁ, আপনারা ঠিকই পড়ছেন। তাহলে বিষয়টা খুলেই বলা যাক।
তরুণের নাম আদনান মহম্মদ। চাকরিসূত্রে তুরস্কে থাকেন তিনি। আদতে তিনি ছত্তীসগড়ের বিলাসপুরের বাসিন্দা। তাঁর হবু স্ত্রী হিমাচল প্রদেশের মান্ডিতে থাকেন। আদনানের হবু স্ত্রীর দাদুর ইচ্ছা ছিল, মৃত্যুর আগে তিনি নাতনির বিয়ে দেখে যাবেন। তাই বিয়ের তারিখ তাড়াতাড়ি ঠিক করে ফেলেন তাঁরা। বিয়ে উপলক্ষে দেশে ফেরারও কথা ছিল আদনানের। কিন্তু ছুটির আবেদন খারিজ করে দেন তাঁর বস। এ দিকে বিয়ের তারিখও পিছিয়ে দেওয়া যাবে না। অগত্যা ভিডিও কলেই বিয়ে সারতে হল আদনানকে। পিটিআই সূত্রে খবর, বরযাত্রী নিয়ে বিলাসপুর থেকে মান্ডিতে যান আদনানের পরিবারের সদস্যেরা। বর এবং কনেপক্ষের উপস্থিতিতে ভিডিও কলে আদনানের সঙ্গে বিয়ে সারেন তরুণী। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral News)।