Sunday, June 15, 2025
spot_img
36.9 C
West Bengal

Latest Update

COVID 19

COVID 19 | লাফিয়ে বাড়ছে করোনা?

Follow us on :

ওয়েব ডেস্ক: আবারও কোভিডের (Covid-19) চোখ রাঙানি। ভারতেও শুরু আতঙ্ক। কারণ ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যে রোগের প্রভাবে একটা সময় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্বের জনজীবন, সেই রোগের প্রাদুর্ভাব ফের একবার বাড়ছে দেশে। আর কোভিড সংক্রমণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কেরালা (Kerala Covid Cases)। মে মাসের শুরু থেকে এখনও পর্যন্ত সেখানে মোট ১৮২টি করোনা সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে।

১৮২টি সংক্রমণের মধ্যে কোট্টায়ম জেলায় সর্বাধিক ৫৭টি সক্রিয় কোভিডের ঘটনা (Active Covid Cases) নথিভুক্ত হয়েছে। এছাড়াও, এরনাকুলামে ৩৪টি এবং তিরুবনন্তপুরমে ৩০টি সংক্রমণ ধরা পড়েছে। বাকি সংক্রমণগুলি অন্যান্য জেলাগুলিতে ছড়িয়ে রয়েছে।

এই পরিস্থিতিতে রাজবাসীকেকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena Geroge)। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বিশেষ করে হংকং ও সিঙ্গাপুরে ওমিক্রনের সাব-ভেরিয়েন্টের প্রভাবে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি কেরালাতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। যদিও ভাইরাসটির তীব্রতা তুলনামূলকভাবে কম, তবুও সুরক্ষা জরুরি বলে সতর্ক করেন মন্ত্রী।

উল্লেখ্য, কেরালার স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে সম্প্রতি সেই রাজ্যের র‍্যাপিড রেসপন্স টিমের যে উচ্চপর্যায়ের বৈঠক হয়, তাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর জানানো হয়, উপসর্গযুক্ত ব্যক্তিদের উপর আরও বেশি টেস্ট করা হবে, হাসপাতালগুলিকে আরটি-পিসিআর কিট ও নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে, এবং হাসপাতাল চত্বরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, সমস্ত স্বাস্থ্যকর্মীকেও সর্বদা মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়।

Entertainment