Wednesday, March 19, 2025
spot_img
30.5 C
West Bengal

Latest Update

Sitaram Yechury

Sitaram Yechury | সঙ্কটজনক সীতারাম ইয়েচুরি

Follow us on :

কলকাতা: সপ্তাহখানেক আগে সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার আর গুঞ্জন নয়, সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফে বিবৃতি প্রকাশ করে হয়েছে। এই প্রথম দলগত ভাবে ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে ঘোষণা করা হল।

মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়েছে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ‘রেসপিরেটরি সাপোর্টে’ রাখা হয়েছে। চিকিৎসকদের একটি দল ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। দলীয় সূত্রে খবর, ইয়েচুরির ফুসফুসের এক দিকে সংক্রমণ ধরা পড়েছিল। সেই সংক্রমণ ছড়িয়ে গিয়েছে ফুসফুসের বাকিং অংশেও।

Entertainment