Tuesday, October 28, 2025
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Dhumketu

Dev | Subhashree | Dhumketu | দেব-শুভশ্রীর সঙ্গে ‘আমূল’ গার্ল!

Follow us on :

ওয়েব ডেস্ক: ধূমকেতু জ্বরে এখনও কাঁপছে বাংলা। মুক্তির আগে থেকে বক্স অফিসে রেকর্ড গড়েছিল এই ছবি। ২২ অগাস্ট ছবি জাতীয়স্তরেও মুক্তি পেয়েছে। এবার এই জ্বরে সামিল আমূলও। দেশুকে ভালবাসা জানাতে ভুললেন না তারাও।

এবার বাংলার বক্স অফিসে ট্রেন্ডিং ‘ধূমকেতু’ (Dhumketu) আর বাংলার জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব (Dev)-শুভশ্রীকে (Subhashree) নিয়েও পোস্ট করে ‘দেশু’ ভক্তদের মন জয় করে নিল আমূল। ‘ধূমকেতু’ ছবির গানে-গানে গানটি এখন ট্রেন্ডিং। আমূলের তরফে যে কার্ডট শেয়ার করা হয়েছে তাতে ওই পোশাকেই হাজির দেশু। তাঁদের বিজ্ঞাপনে দেখা গিয়েছে আমূল গার্লের সঙ্গে দাঁড়িয়ে ‘দেশু’-এর অ্যানিমেটেড সংস্করণ। এই ছবির জনপ্রিয় গান ‘গানে গানে যদি আমার মনে কথা…’-এর সেই আইকনিক লুকে সাইকেল নিয়ে দেব-শুভশ্রীর অ্যানিমেটেড আমূল সংস্করণকে দেখা যায়। আমূলের এই ভালবাসা চোখে পড়েছে নায়ক-নায়িকা-পরিচালক-প্রযোজকেরও। তা শেয়ার করে ধন্যবাদ জানাতেও ভোলেননি তাঁরা।

এক সপ্তাহতেই এই ছবি ছাড়িয়েছে ১০ কোটির পাহাড়, প্রযোজকের তরফে দাবি করা হয়েছে এমনটাই। প্রযোজক রানা সরকার দর্শকদের কথা দিয়েছেন, এই ছবি যদি ৩০ কোটি পার করে তবে আবারও এক হবেন দেব-শুভশ্রী, পর্দায়। এর আগে দেবের ছবি ‘খাদান’-এর গান কিশোরী রেকর্ড গড়তেই আমূল গার্লকে কিশোরী বেশে দেখেছিলেন নেটিজেনরা।

Entertainment