স্পোর্টস ডেস্ক: গত বছর গম্ভীরের হাত ধরে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু তিনি ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন। তাই কেকেআরে মেন্টরের জায়গা ফাঁকা ছিল। সেই দায়িত্ব নিলেন ডোয়েন ব্র্যাভো। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন ব্র্যাভো। ১৬১টি ম্যাচে ১৫৬০ রান করেছেন, সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ১৮৩টি উইকেট। সব দল মিলিয়ে টি-টোয়েন্টিতে ৫৮২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাভোর।
ব্র্যাভোকে পেয়ে খুশি নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, “ব্র্যাভো সব সময় জিততে চায়। সেই সঙ্গে অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে ওর। আমাদের দলকে যা খুবই সাহায্য করবে। আমাদের সব দলের সঙ্গে ব্র্যাভো যুক্ত হওয়ায় ভাল লাগছে।”