কলকাতা: বাংলার হাত ধরেই দেশের প্রথম সিএনজি ইলেকট্রনিক ফেরি ভেসেল (Electronic Ferry Vessel) শুরু হতে চলেছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার উদ্বোধন হল এই ভেসেলের। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলবেলায় মিলিনিয়াম পার্ক থেকে এই অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিদ্যুৎ পরিচালিত এই ভেসেল তৈরিতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেন, “পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। এর ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।”
এই ভেসেল সম্পর্কে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি জানিয়েছেন, ‘পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। যার জেরে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন, ঠিক তেমনভাবেই বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন যাত্রায়’।
এই লঞ্চ তৈরি করা হয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের পক্ষ থেকে। এসি এবং নন এসি দুটো বিভাগই থাকছে ই – ভেসেলটিতে। এসি বিভাগের ৩০ জন যাত্রী এবং নন এসি বিভাগের ৬২ জন যাত্রী যাত্রা করতে পারবেন ভেসেলটিতে। ভেসেলটি চলবে মিলেনিয়াম পার্ক থেকে বেলুড়মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত।
এই মুহূর্তে রাজ্যে রয়েছে ৩৭ টি ডিজেল চালিত লঞ্চ। পরিবহণ দফতরের তরফ থেকে জানানও হয়েছে, আগামী দিনে ডিজেল চালিত লঞ্চ কমিয়ে বিদ্যুৎ চালিত ভেসেল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এর ফলে পরিবেশ দূষণও কম হবে বলে মনে করা হচ্ছে।