Sunday, June 15, 2025
spot_img
36.9 C
West Bengal

Latest Update

Gold Price

Gold Price | ফের দাম বাড়ল সোনার, এখন কত টাকা?

Follow us on :

কলকাতা: কয়েকদিন আগেই এক লক্ষের অঙ্ক ছুঁয়েছিল সোনার দাম (Gold Rate Today)। তারপর থেকেই লাগাতার কমেছে হলুদ ধাতুর বাজার দর। ২৪ ক্যারেট সোনার দাম কমে প্রায় ৯২ হাজার টাকায় দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার ফের বাড়ল সোনার দাম। একদিনে ১৬০০ টাকারও বেশি বেড়েছে। দেশজুড়েই বেড়েছে এই সোনার দর। কলকাতায় কত? জানুন সবিস্তারে।

২২ মে বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কালকের থেকে বেশ খানিকটা বেড়েছে। ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম ৯১, ৪০০ টাকা। খুচরো পাকা সোনার দাম রয়েছে ৯৬, ১৫০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৯৫, ৬৫০ টাকা। সঙ্গে রয়েছে জিএসটি।

বুধবার ২১ মে, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম খানিকটা কমেছিল। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৯,৪০০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৯৪, ০৫০ টাকা। পাকা সোনা ১০ গ্রামের দাম ছিল ৯৩,৬০০ টাকা।

Entertainment