জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court) থেকে জামিন পেলেন। গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল ইডি। গত ১৩ মে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করে। তারপরেই হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। অবেশেষ পাঁচ মাস পরে মুক্তি পেতে চলেছেন তিনি। গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন তিনি।