Wednesday, June 18, 2025
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Hockey India League

ফিরছে হকি ইন্ডিয়া লিগ, এই ৮টি পয়েন্ট অবশ্য়ই পড়ুন

Follow us on :

স্পোর্টস ডেস্ক: নতুন খেলোয়াড় তুলে আনার পিছনে হকি ইন্ডিয়া লিগের (Hockey India League) অবদান থাকলেও তা বন্ধ হয়ে গিয়েছিল। সেটিই সাত বছর পর নতুন আঙ্গিকে ফেরানো হচ্ছে।

নতুন ভাবে ফিরে আসায় কী কী পরিবর্তন আসছে-

১) এ বার মহিলাদের জন্যও চালু হচ্ছে প্রতিযোগিতা।

২) ছেলেদের বিভাগে আটটি দল এবং মেয়েদের বিভাগে ছ’টি দল থাকছে। ছেলেদের প্রতিযোগিতা রৌরকেলা এবং মেয়েদের হবে রাঁচীতে।

৩) ২৮ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি চলবে প্রতিযোগিতা। আগামী ১০ বছরের জন্য এই লিগের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা।

৪) আগামী ১৩-১৫ অক্টোবর লিগের নিলাম হবে। পুরুষ ও মহিলা মিলিয়ে ১০টি সংস্থা দল কিনেছে। নিলামে খেলোয়াড়দের দাম তিন ভাগে ভাগ করা হয়েছে— দু’লক্ষ, পাঁচ লক্ষ এবং ১০ লক্ষ।

৫) লিগে থাকছে কলকাতার দলও, যাঁর মালিকানা শ্রাচী স্পোর্টসের। এ ছাড়া চেন্নাই, লখনউ, পঞ্জাব, দিল্লি, ওড়িশা, হায়দরাবাদ এবং রাঁচী থেকে দল থাকছে।

৬)মহিলাদের বিভাগে হরিয়ানা, কলকাতা, দিল্লি, ওড়িশার দল থাকছে। বাকি দু’টি জায়গা পরে ঘোষণা হবে।

৭) প্রতিটি দলে ২৪ জন খেলোয়াড় থাকবে। অন্তত ১৬ জন ভারতীয় হতে হবে যার মধ্যে চার জন জুনিয়র থাকতেই হবে।

৮) মেয়েদের লিগের ফাইনাল পরের বছর ২৬ জানুয়ারি এবং ছেলেদের ফাইনাল হবে ১ ফেব্রুয়ারি।

 

Entertainment