কলকাতা: বর্ষাকাল গরম থেকে স্বস্তি দেয়, তেমনি আবার বয়ে নিয়ে আসে নানান জীবাণুঘটিত রোগ (Monsoon Sickness)। পেটের সমস্যা তো বটেই, এমনকী বর্ষার ক্ষতিগ্রস্ত হতে পারে চোখও। আর সেই কারণেই প্রয়োজন চোখের যত্ন নেওয়া। এ ব্যাপারে সুপরামর্শ দিচ্ছেন দিশা আই হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আদিত্য প্রধান। ডাঃ প্রধান জানাচ্ছেন, বর্ষার মরসুমে চোখে সাধারণত তিন ধরনের রোগ হতে পারে। ১) কনজাংটিভাইটিস, ২) কর্নিয়া আলসার এবং ৩) অ্যালার্জি।
কনজাংটিভাইটিস এদেশে পরিচিত সমস্যা। এতে কনজাংটিভা ফুলে ওঠে এবং চোখ লাল হয়ে যায়। এই রোগ সংক্রামকও, অর্থাৎ একজনের থেকে অন্যজনে ছড়ায়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এবং অবশ্যই কন্ট্যাক্ট লেন্স পরা বন্ধ করতে হবে।
কর্নিয়া আলসার হল চোখের কর্নিয়ায় একপ্রকার সংক্রমণ। যাঁরা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন কিংবা বাগান ও কৃষিকাজ করেন, তাঁদের ক্ষেত্রে এই রোগের প্রবণতা বেশি। সময়মতো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ না নিলে বিপদ দেখা দিতে পারে। এক্ষেত্রেও কন্ট্যাক্ট লেন্স পরা বন্ধ করতে হবে।
ধুলোবালি, কসমেটিক্স, এবং আবহাওয়ার পরিবর্তনের জেরে অ্যালার্জি হয়ে থাকে। সানগ্লাস পরলে ধুলোবালি থেকে রক্ষা মিলবে। দোকান থেকে সরাসরি স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক-স্টেরয়েড আই-ড্রপ নেওয়া খুবই বিপজ্জনক। চক্ষু বিশেষজ্ঞের কাছে অবশ্যই পরামর্শ নিতে হবে।