কলকাতা: শুরু হয়েছে পঞ্চম আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভাল। অর্থাৎ IKSFF, এ বছর ৩০টিরও বেশি দেশ থেকে এসেছে ২৫০টি ছবি। আর এই উৎসবেই আগামী ২৬ জানুয়ারি পরিচালক সুমন মৈত্রর তৈরি একটি পূর্ণদৈর্ঘ্যের ছবির টিজার এই ফেস্টিভালে প্রকাশ পেতে চলেছে। সুমনের কথায়, কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের প্রতি এটি তাঁর শ্রদ্ধার্ঘ্য। দু’ঘণ্টার এই পূর্ণদৈর্ঘ্যের ছবির নাম এখনই প্রকাশ্যে আনতে না চাইলেও তিনি বলেন, ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের মূল ভাবনা নিয়ে আজকের প্রেক্ষাপটে টাইমলাইনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই ছবিটিতে।
প্রসঙ্গত, ২০২২ সালে সুমন ‘আমি ও অপু’ নামে একটি ছবি তৈরি করেছিলেন। ছবিটি অনেকেই পছন্দ করেছিলেন। ‘আমি ও অপু’ ছবি করার সময় এই ছবির সিক্যুয়াল এবং ঋত্বিক ঘটককে কীভাবে মেলানো যায় তা নিয়ে তাঁর ভাবনা মাথায় এসেছিল বলে পরিচালক জানান। তারপর ‘মেঘে ঢাকা তারা’ এবং প্রাপ্তবয়স্ক অপু এই দুটো নিয়ে চিত্রনাট্যের ভাবনা শুরু হয়। তাঁর নতুন এই ছবিতে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’র প্রভাব অনেক বেশি। যদিও তাঁর ছবিতে অপুর বড় হওয়া ধরা পড়েছে।
অপু এবং শঙ্কর কোথায় গিয়ে এক এবং আলাদা সেটাই এই ছবিতে প্রতিফলিত হবে। তবে প্রত্যেকটি চরিত্রের মধ্যেই যেন লুকিয়ে থাকবে ঋত্বিক। চলচ্চিত্র শিল্পী হিসেবে ঋত্বিকের আজীবন ভক্ত সুমন। তাই ‘কোমল গান্ধার’ কিংবা ‘তিতাস একটি নদীর নাম’-এর ছবির চরিত্রদের প্রভাব থাকবে তাঁর নতুন ছবিতে।
তবে এখনই মুক্তি পাবে না সুমনের এই ছবি। ছবি তৈরি শেষ হলে তা প্রথমে যাবে বিভিন্ন ফেস্টিভালে। তারপর উপযুক্ত সময় দেখে এই ছবি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
IKSFF | শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বালিগঞ্জ সায়েন্স কলেজে মনোজ্ঞ আলোচনা