Sunday, June 15, 2025
spot_img
36.9 C
West Bengal

Latest Update

India vs England

India vs England | ইংল্যান্ড সফরে আকাশ-অভিমন্যু, প্রথম একাদশে শিকে ছিঁড়বে?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সফরে (India vs England) ভারতীয় স্কোয়াডে বাংলার আকাশ দীপ এবং অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু প্রথম একাদশে কি শিঁকে ছিঁড়বে? যদিও ইন্ডিয়া এ দলের অধিনায়ক হিসেবে অভিমন্যু খেলবেন। সেখাবে ভালো পারফর্ম করতে পারলে আশা করা যেতে পারে।

তবে অভিমন্যু বার বার ভারতীয় দলে জায়গা পেলেও প্রথম একাদশে জায়গা করতে পারেননি। প্রথম বার ডাক পেয়েছিলেন বাংলাদেশ সফরে। রোহিত শর্মার আঙুলে চোট লাগায় দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু খেলানো হয়নি তাঁকে। অস্ট্রেলিয়া সফরেও রোহিত প্রথম ম্যাচে খেলবেন না বলে জানিয়েছিলেন। সেই সময় দলে নেওয়া হয়েছিল অভিমন্যুকে। কিন্তু তখনও প্রথম একাদশে সুযোগ মেলেনি অভিমন্যুর।

অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজে আকাশ খেলেছিলেন। এবারও ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে থাকবেন মহম্মদ সিরাজ। দুই অভিজ্ঞ পেসারের সঙ্গে তৃতীয় পেসার হওয়ার দৌড়ে রয়েছেন তিন জন। আকাশের সঙ্গে লড়াইয়ে প্রসিদ্ধ কৃষ্ণ এবং অর্শদীপ সিংহ। এই তিন জনের মধ্যে অভিজ্ঞতায় এগিয়ে প্রসিদ্ধ। ফলে ইংল্যান্ডের মাটিতে আকাশের শুরু থেকেই জায়গা পাওয়াটা খুব সহজ হবে না। তবে বুমরাহ সব ম্যাচ খেলবেন না বলে জানিয়েছেন। ফলে পাঁচ ম্যাচের সিরিজে একটিতেও প্রথম একাদশে সুযোগ হবে না এমনটা না ভাবাই ভালো।

Subhman Gill | ভারতের টেস্ট ক্যাপ্টেন গিল, ইংল্যান্ড সফরে একনজরে টিম ইন্ডিয়ার স্কোয়াড

Entertainment