Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

India vs Zimbabwe

জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে লিড নিল ভারত

২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ভারত

Follow us on :

স্পোর্টস ডেস্ক: তৃতীয় টি-টোয়েন্টি (India vs Zimbabwe) ম্যাচে জিম্বাবোয়েকে ২৩ রানে হারিয়ে সিরিজে লিড নিল টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ভারত। এই ম্যাচে দলে ফেরেন বিশ্বকাপজয়ী তিন ক্রিকেটার। ফলে ভারতের প্রথম একাদশে চার বদল হয়।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। শুরুটা ভাল করেন দুই ওপেনার শুভমন গিল এবং যশস্বী জসওয়াল। দ্রুত রান করছিলেন তাঁরা। ৪ ওভারের মধ্যেই ৫০ রান হয় ভারতের। কিন্তু তার পরে রানের গতি হঠাৎ কমে যায়। ভারতকে আটকান জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। তাঁর বল খেলতে সমস্যা হচ্ছিল দুই ব্যাটারের। ৬৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। সিকন্দরের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ৩৬ রান করে আউট হন যশস্বী। তিন নম্বরে নামা অভিষেক এই ম্যাচে রান পাননি। ১০ রান করে সিকন্দরের বলেই ফেরেন তিনি। শুভমন ভাল খেলছিলেন। তাঁকে সঙ্গ দেন রুতুরাজ গায়কোয়াড়। ৩৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন শুভমন। ৬৬ রান করে ব্লেসিং মুজারাবানির বলে বড় শট মারতে গিয়ে আউট হন শুভমন। বাকি সময়ে ভারতের রান এগিয়ে নিয়ে যান রুতুরাজ। ৪৯ রানের মাথায় মুজারাবানির বলেই আউট হন রুতুরাজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত।

কোপার ফাইনালে আর্জেন্টিনা, নয়া রেকর্ড মেসির

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে জিম্বাবোয়ে। দ্বিতীয় ওভারে জিম্বাবোয়েকে প্রথম ধাক্কা দেন আবেশ খান। ওয়েসলি মাধেভেরেকে আউট করেন তিনি। তৃতীয় ওভারে মারুমানিকে আউট করেন খলিল আহমেদ। পাওয়ার প্লে-র মধ্যেই আরও এক উইকেট হারায় জিম্বাবোয়ে। পাওয়ার প্লে-র পরেও নিয়মিত উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। পেসারদের পরে স্পিনারের দাপট দেখান। ওয়াশিংটন সুন্দর এক ওভারে অধিনায়ক সিকন্দর ও জোনাথন ক্যাম্পবেলকে আউট করেন। ৩৯ রানে জিম্বাবোয়ের অর্ধেক দল ড্রেসিংরুমে ফিরে যায়।

ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন ডিয়ন মেয়ার্স ও ক্লাইভ মাদানদে। লড়াই করেন তাঁরা। শেষ ৫ ওভারে দরকার ছিল ৭৩ রান। ৬৫ রানে অপরাজিত থাকেন মেয়ার্স। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করল জিম্বাবোয়ে। ২৩ রানে হারতে হয় তাঁদের। তবে ৩৯ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও ভারতীয় বোলাররা অলআউট করতে পারেনি জিম্বাবোয়েকে। তাই ম্যাচ জিতলেও ভারতের বোলিং নিয়ে ভাবতে হবে কোচ ভিভিএস লক্ষ্ণণকে।

Entertainment