Sunday, June 15, 2025
spot_img
32.5 C
West Bengal

Latest Update

IPL 2025

IPL 2025 | বঞ্চিত ইডেন! ফাইনাল আমেদাবাদে

Follow us on :

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত বঞ্চনাই হল ইডেন গার্ডেন্সের (Eden Gardens) সঙ্গে। আইপিএল ২০২৫-এর (IPL 2025) ফাইনাল এবং প্লে অফ, কোনও ম্যাচই আয়োজনের দায়িত্ব দেওয়া হল না সিএবি-কে। সে সব চলে গেল আমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium) এবং চণ্ডীগড়ের মুল্লানপুরের (Mullanpur) মাঠে।

আইপিএলের রীতি অনুযায়ী কোনও মরসুমে চ্যাম্পিয়ন হওয়া দলের ঘরের মাঠে পরবর্তী মরসুমের উদ্বোধনী ম্যাচ, প্লে অফের একটি এবং ফাইনাল আয়োজিত হয়। সেই অনুযায়ী ইডেনে এবার উদ্বোধনী ম্যাচ হয়েছে, কিন্তু প্লে অফ আর ফাইনাল হতে দিল না বিসিসিআই।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৫ মে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের আবহে আইপিএল বন্ধ ছিল ৯ দিন। ফলে সূচি পিছিয়ে যায়। এরপর থেকেই ইডেন থেকে খেলা সরিয়ে নেওয়ার জল্পনা বাড়তে থাকে। শোনা যায়, বিসিসিআই-এর (BCCI) আশঙ্কা ইডেনে ফাইনাল খেলা হলে বৃষ্টি সমস্যা করতে পারে, তাই তা আমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এরপর বিসিসিআই-কে আবহাওয়া দফতরের রিপোর্ট জমা দেয় সিএবি (CAB)। সেই রিপোর্টে স্পষ্ট বলা হয়, এখনই ৩ জুন ফাইনালের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ২৫ মে বা তারপরে কিছুটা আন্দাজ করা সম্ভব। অথচ ২৫ মে আসার আগেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাছাড়া ভারতে সবার প্রথমে বর্ষা ঢোকে কেরলে, তার অন্তত দিন ১০-১৫ পরে বাংলায় পা দেয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

জানা যাচ্ছে, ২৯ মে কোয়ালিফায়ার ১ এবং ৩০ মে এলিমিনেটর খেলা হবে মুল্লানপুর স্টেডিয়ামে। ৩১ মে কোয়ালিফায়ার ২ এবং ৩ জুন ফাইনালের বরাত পাচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ইডেন গার্ডেন্সের বঞ্চনার পিছনে কি কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করল, এখন এই প্রশ্নই সবথেকে বড়।

Entertainment