স্পোর্টস ডেস্ক: মান রক্ষার টেস্টে দলে নেই জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এদিন অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। মুম্বইয়ে সেই ম্যাচের টসের সময় রোহিত শর্মা জানালেন যে, বুমরা অসুস্থ। সেই কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
যদিও কিছু দিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে, এই টেস্টে বুমরা খেলবেন না। অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। রোহিত যদিও বলেন, “বুমরা অসুস্থ। সেই কারণে সিরাজকে দলে নেওয়া হয়েছে।”
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ় খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ।
A look at #TeamIndia‘s Playing XI for the Third Test 👌👌👌
Live – https://t.co/KNIvTEyxU7#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/0Ggq6lRyMQ
— BCCI (@BCCI) November 1, 2024