কলকাতা: অভিনেতা তথা বিধায়ক-স্বামী কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) যে ভালবাসায় তাঁকে ঘিরে রাখেন, সে কথা একাধিক বার সংবাদমাধ্যমে বলেছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। আর এ বার স্ত্রীর জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন কাঞ্চন।
একগুচ্ছ ছবি পোস্ট করে কাঞ্চন লিখেছেন, ‘শুভ জন্মদিন। ঈশ্বর তোর মনের সব ইচ্ছাপূরণ করুক। আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ। আর বলতে পারি, তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি। এইভাবেই সবসময় আমার পাশে থাকিস। আমি তোকে খুব খুব খুব ভালোবাসি।’
উল্লেখ্য, চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী। এর আগে ১৪ ফেব্রুয়ারী, ভালবাসার দিনে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। এরপরে সামাজিক বিয়েও সারেন তাঁরা।
View this post on Instagram