ওয়েব জেস্ক: আসছে হেমলক সোসাইটির সিক্যুয়েল কিলবিল সোসাইটি (Killbill Society)। নববর্ষের সময়ই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কিলবিলের পোস্টার ও লুক। এবার সোমলতার কণ্ঠে ‘কিলবিল সোসাইটি’র নতুন গান (Killbill Society First Song) প্রকাশ পেল। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন অনুপম রায় (Anupam Roy)। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।
এটি কিলবিল সোসাইটি এই গানটি গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরি (Somlata Acharyya Chowdhury)। কণ্ঠে মুক্তি পেল কিলবিলের নতুন গান। প্রথম গান মুক্তি পেল সেখানেই দেখা যাচ্ছে একটি বদ্ধ ঘরে মুখোমুখি অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। দেখা যায় অভিনেত্রী কাউকে বলছেন ‘আমায় একটা টিকিট কেটে দিবি রে?’ সে কোথায় যেতে চায় জানতে চাইলে বলে ‘ছোটবেলায়।’ গানে ফুটে উঠেছে উত্তরবঙ্গের পাহাড়ের নৈসর্গিক ছবি। একই সঙ্গে ধরা পড়ে পূর্ণা আইচ চরিত্রের হতাশা, জমে থাকা কষ্ট বেরিয়ে আসতে দেখা গিয়েছে গানে। গানের শেষে দেখা গিয়েছে পাহাড়ের খাদের ধারে দাঁড়িয়ে পূর্ণা। সোমলতা তাঁর গানে গানে গোটা মন খারাপের আবহটা তুলে ধরেছেন।