Sunday, June 15, 2025
spot_img
36.9 C
West Bengal

Latest Update

Kolkata Metro | মেট্রোর সময় বদল রবিবার সকালে, কেন জানেন?

Follow us on :

কলকাতা: মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। রবিবার সকালে মেট্রোর সময় বদলের বিজ্ঞপ্তি জারি করল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী রবিবার ২৫ মে UPSC-এর প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে মাথায় রেখেই মেট্রো রেল কর্তৃপক্ষ টাইমিং বদলের সিদ্ধান্ত নিল। পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না-হোক, তার জন্য কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৭টা থেকেই মেট্রো চলবে। সপ্তাহান্তে রবিবার মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হয়। কিন্তু পরীক্ষার দিন এই সময়সীমা দু’ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ২৫ মে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চালানো হবে। ছুটির দিন রবিবার কবি সুভাষ (Kavi Subhash Metro) থেকে দক্ষিণশ্বরের (Dakshineswar Metro) দিকে প্রথম মেট্রো সকাল ৯টায় শুরু হয়। কিন্তু রবিবার ২৫ মে সকাল ৯টার পরিবর্তে শুরু হবে সকাল ৭টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা থেকে। রাতে শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। প্রতি সপ্তাহের মতোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭ মিনিটে। দক্ষিণশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

Entertainment