Sunday, June 15, 2025
spot_img
32.5 C
West Bengal

Latest Update

Monsoon Update

Monsoon Update | বাংলায় বর্ষা কবে আসছে? তারিখ জানেন?

Follow us on :

ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা (Rain) কবে? এই মুহূর্তে গরমে হাঁসফাঁস হওয়া শহরের একটাই প্রশ্ন। কারণ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম কমার কোনও নাম গন্ধ নেই, সেই সঙ্গে বর্ষা আসব আসব করেও আসছে না।

আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, বর্ষা উত্তরবঙ্গে (North Bengal) প্রবেশ করে গেছে, নির্দিষ্ট সময়ে আগেই, কিন্তু দক্ষিণবঙ্গেও আগেই প্রবেশে কথা ছিল। কিন্তু এখনও থমকে আছে।
পশ্চিম ও উত্তর-পশ্চিম গরম দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এক জায়গায় আটকে আছে। আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গে বর্ষার (Monsoon) আগমন করার কথা ১৫ জুন। ফলে বর্ষা আসতে এখনও আট থেকে ৯ দিন দেরি আছে। উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশের দিন জুনের ৮ তারিখ, তবে বর্ষা ঢুকে গিয়েছে ৯ থেকে ১০ দিন আগে, অর্থাৎ ২৯ মে বর্ষা প্রবেশ করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের পশ্চিম প্রান্তের আরব সাগর ও পূর্ব প্রান্তের বঙ্গোপসাগর তৈরি হওয়া শক্তিশালী সিস্টেমের কারণে বর্ষা প্রবেশ তাড়াতাড়ি হয়েছে। কেরলেও বর্ষা প্রবেশ করেছিল ২৪ মে। তবে এখন থমকে মৌসুমী বায়ু।

নতুন করে বঙ্গোপসাগরে কোনও সিস্টেম তৈরি না-হলে মৌসুমি বাতাসের পক্ষে দক্ষিণবঙ্গে প্রবেশ করা সম্ভব নয়। ১০ জুন নাগাদ বঙ্গোপসাগরে নতুন করে একটি সিস্টেম হওয়ার সম্ভাবনা আছে, ফলে তার হাত ধরে বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।

দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবেই, সেখান থেকে এখনই রেহাই মেলার কোনও অবকাশ নেই। কাজেই এখনও গরমে কালঘাম ছুটবে বঙ্গবাসীর। শুক্রবার বৃষ্টির পরিমাণ কমলেও, বিক্ষিপ্ত ভাবে কলকাতা সহ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে। শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস। ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।

উত্তরবঙ্গে পাঁচ জেলাতেই বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সেইসঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমলেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।

Entertainment