কলকাতা: লক্ষ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচন। মহালয়ের আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইতিমধ্যেই তিন মাসে তিনবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। বঙ্গ বিজেপি সূত্রে খবর, মহালয়ার আগে ফের বাংলায় আসবেন মোদি। নবদ্বীপে সভা করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পুজো উদ্বোধনে শহরে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
গত বিধানসভা নির্বাচনে বাংলায় ৭৭ টি আসন পেয়েছিল বিজেপি। পরবর্তীতে একাধিক বিধায়ক দলবদল করায় বাংলায় আসন সংখ্যা কমেছে পদ্মশিবিরের। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বাড়াতে মরিয়া বিজেপি। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং রাজ্য নেতৃত্ব সূত্রে খবর, ২০২৫ সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা হবে। ইতিমধ্যেই তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী। মহালয়ার আগে দিন ২০ সেপ্টেম্বর নবদ্বীপে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। মোদি ও শাহ একাধিক বৈঠক করবেন বাংলায়। যদিও সফরের দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি বিজেপি।