Saturday, March 22, 2025
spot_img
21.3 C
West Bengal

Latest Update

Natasa Stankovic - Hardik Pandya

হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ, জানিয়ে দিলেন নাতাশা

২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক এবং নাতাশা

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বেশ কিছু দিন ধরেই হার্দিক এবং নাতাশার (Natasa Stankovic) বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার নাতাশা সেই সব জল্পনার অবসান ঘটালেন। ইন্সটা পোস্টে নাতাশা লিখলেন, “চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক (Hardik Pandya) এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। যে ভাবে আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দে কাটিয়েছি অনেকটা সময়।” ছেলেকে নিয়েও সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এ বিষয়ে তিনি লেখেন, ছেলে অগ্যস্তার দায়িত্ব তাঁদের দু’জনেরই।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক এবং নাতাশা।

শ্রীলঙ্কা সফরে টি২০ অধিনায়ক সূর্য, ODI-তে রোহিত-বিরাট

Entertainment