Friday, March 14, 2025
spot_img
21.1 C
West Bengal

Latest Update

New Rules Set For SIM Card

আপনার ক’টা সিম কার্ড? ৫০ লক্ষ টাকা ফাইন হতে পারে

নতুন আইনে গ্রাহকদের স্প্যাম কল থেকে মুক্তি মিলবে

Follow us on :

কলকাতা: ১ জুলাই থেকে টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০২৩ লাগু হয়ে গেল। মোবাইলে সিম কার্ডের (Sim Card) ক্ষেত্রে পাল্টে গিয়েছে বেশ কিছু নিয়ম। কী কী নিয়ম বদলেছে দেখে নেওয়া যাক-

* এবার একটি আইডিতে ৯টি সিম কার্ড সর্বোচ্চ নেওয়া যাতে পারে। এর থেকে বেশি নিলে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

* জালিয়াতি করে সিম কার্ড কিনলে ৫০ লক্ষ টাকা জরিমানা অথবা ৩ বছর পর্যন্ত জেল হতে পারে।

* নতুন আইনে গ্রাহকদের স্প্যাম কল থেকে মুক্তি মিলবে।

* প্রমোশনাল মেসেজে পাঠানোর জন্য টেলিকম কম্পানিগুলিকে গ্রাহকের থেকে অনুমতি নিতে হবে।

* টেলিকম কম্পানিগুলিকে অনলাইন অভিযোগের জন্য মেকানিজম বানাতে হবে

* এমার্জেন্সিতে সরকার টেলিকম সার্ভিস অথবা নেটওয়ার্ক সাসপেন্ড করতে পারে। এমনকী সরকার মেসেজ ট্রান্সমিশনও আটকাতে পারে।

উল্লেখ্য, গত বছরেই সংসদে এই বিল পাস হয়ে গিয়েছিল। ১৩৮ সালে পুরনো ‘ইন্ডিয়ান ওয়ারলেস টেলিগ্রাফ অ্যাক্ট ১৯৩৩’ -এর জায়গা এই নতুন আইন কার্যকরী হলো।

Entertainment