Saturday, July 19, 2025
spot_img
30 C
West Bengal

Latest Update

Rain Update

Rain Update | প্রবল বর্ষা, আজ কোন জেলায় কী অবস্থা?

Follow us on :

কলকাতা: বাংলায় দফায় দফায় ঢুকছে বর্ষা (West Bengal Rain Update)। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবেশ করার পরেও টানা বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ভরা বর্ষাতেও ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। হাওয়া অফিস জানিয়েছে, ফের রিস্টার্ট নিতে চলেছে বর্ষা (Rain Forecast)। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নতুন সিস্টেম তৈরি হতে শুরু করেছে। চলতি সপ্তাহের মাঝামাঝি শুরু হতে পারে ঘূর্ণাবর্ত। যেটি শক্তি বাড়িতে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে, ফের ঝিমিয়ে পড়া বর্ষা চাঙ্গা হয়ে উঠবে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৫ জুন উত্তাল হতে পারে সমুদ্র। সোমবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে কিছুটা হলেও কমবে বৃষ্টির দাপট। বুধবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভবনা হাওড়া ও হুগলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় মঙ্গলবার থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও (Rain Forecast in North Bengal)। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে। চলবে মঙ্গলবার পর্যন্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Entertainment