স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠের সাফল্যের পর নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন ভারতের মহিলা দলের তারকা ক্রিকেটার রিচা ঘোষ (Richa Ghosh)। মহিলাদের এক দিনের বিশ্বকাপজয়ের পর যে নিয়োগপত্র তাঁকে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, সেই অনুযায়ী এ বার রাজ্য পুলিশের ডিএসপি পদে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন শিলিগুড়ির এই ক্রিকেটার।
বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন রিচার মা ও বাবা। রাজীব কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ছবি তোলেন রিচা।
রিচার যোগদানের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাদের টুইট বার্তায় লেখা হয়েছে, “ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদাধিকারী হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে যোগ দিলেন। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগত।”
উল্লেখ্য, মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলা বিশ্বকাপ জয়ের পরই রিচাকে পুলিশ বিভাগে চাকরির প্রস্তাব দেয় রাজ্য সরকার। সেই প্রস্তাব গ্রহণ করেন রিচা। পরে ইডেন গার্ডেন্সে বাংলার ক্রিকেট সংস্থার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। অবশেষে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ।




