Wednesday, July 9, 2025
spot_img
26.7 C
West Bengal

Latest Update

Rinku Singh

Rinku Singh | নতুন সরকারি চাকরি পেলেন রিঙ্কু সিং, কী চাকরি জানেন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ময়দান থেকে সরকারি চাকুরিজীবী হওয়ার নিদর্শন ভারতে বহু রয়েছে। এই তালিকায় ধোনি থেকে শচীন, চাহাল থেকে যোগীন্দর শর্মা- অনেকেই ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন সরকারি পদে রয়েছেন। এবার সেই তালিকায় জুড়ে গেল রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম। সূত্রের খবর, এবার আলিগড়ের এই ক্রিকেটারকে চাকরি (Government Job) দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh State Government)। তাঁকে ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার (District Basic Education Officer) পদে নিয়োগ করতে চলেছে সরকার।

জানা গিয়েছে, রিঙ্কুকে ইন্টারন্যাশন্যাল মেডেল উইনার্স ডিরেক্ট রিক্রুটমেন্ট রুলস, ২০২২-এর (International Medal Winners Direct Recruitment Rules 2022) আওতায় এই নিয়োগ দেওয়া হচ্ছে। আসলে এই নিয়মের আওতায় যেকোনও আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে সরাসরি সাম্মানিক সরকারি পদে নিয়োগ করতে পারে রাজ্য সরকার। সম্প্রতি, রিঙ্কুর নিয়োগপত্রটি বেসিক এডুকেশন দফতরের ডিরেক্টরের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, একজন বেসিক এডুকেশন অফিসারের কাজ হল একটি জেলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক সরকারি বিদ্যালয়ের তত্ত্বাবধান করা। শিক্ষাকর্মীদের ব্যবস্থাপনা, শিক্ষা কার্যক্রমের পরিচালনা এবং শিক্ষার মান বজায় রাখার জন্য স্কুল পরিদর্শন করা হল এই পদাধিকারী সরকারি অফিসারের কাজ। মূলত, রাজ্যের তৃণমূল স্তরের শিক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এই কর্মকর্তারা।

তবে রিঙ্কুর আগে ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। পাশাপাশি শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে সাম্মানিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও, লোকেশ রাহুল বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রয়েছেন, যজুবেন্দ্র চাহাল রয়েছেন ইনকাম ট্যাক্স অফিসার পদে এবং যোগীন্দর শর্মা রয়েছেন পুলিশের ডিএসপি পদে। ক্রিকেটারদের এই বিশেষ তালিকায় নবতম সংযোজন রিঙ্কু সিংয়ের নাম।

Entertainment