কলকাতা: বিশ্বকাপ ফাইনালে সেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। তার ঠিক ১২০ মিনিট অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানালেন। এর থেকে ভালো সময় আর হতে পারে না বলেই জানালেন রোহিত। তবে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে এসে তাঁর মুখে কোচ রাহুল দ্রাবিড়-সহ সতীর্থদের কথা।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে বললেন, ‘‘কী বলব! ভাষা খুঁজে পাচ্ছি না। বিরাট কোহলি দুর্দান্ত ব্যাট করল। অক্ষর পটেলও ব্যাট হাতে পারফর্ম করল। আমরা লড়াই করার মতো রান করতে পেরেছিলাম ওদের জন্যই। পরে বল হাতে যশপ্রীত বুমরা, আরশদীপ সিংহ, হার্দিক পাণ্ড্যরা অসাধারণ লড়াই করল। ওদের কথা নতুন করে কী আর বলব! বিশেষ করে বুমরা। ওর হাতে যখনই বল তুলে দিই, তখনই জাদু দেখায়। কী সব ক্রিকেটার রয়েছে এই দলে! সত্যি আমি অধিনায়ক হিসাবে ভাগ্যবান।’’