স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নতুন জার্সি বুধবার প্রকাশ্যে এল। ইনিংস ব্রেকের অনুষ্ঠানে ভারতের বিশ্বকাপ জার্সির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোহিত শর্মা (Rohit Sharma)। আসন্ন বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর নেতৃত্বেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
জার্সি উন্মোচনের মঞ্চে রোহিতের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের তিলক বর্মা। গত এশিয়া কাপে সূর্যকুমারের দলের সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিলকের। অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শাইকীয়াও।
ছোট্ট এই অনুষ্ঠানে রোহিত স্মৃতিচারণ করে বলেন, “আমরা ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। তার পরের শিরোপা পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছে ১৫ বছরেরও বেশি সময়। সেই পথচলায় ছিল অনেক উত্থান–পতন। গতবার আবার ট্রফি জেতার অনুভূতি নিঃসন্দেহে দুর্দান্ত।”
আগামী টুর্নামেন্ট নিয়ে রোহিতের প্রত্যাশা, “পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। আশা করছি প্রতিযোগিতা হবে অত্যন্ত উত্তেজক। দলের প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি নিশ্চিত, সকলে ভারতের পাশে থাকবেন ও সমর্থন করবেন। আমাদের ক্রিকেটাররাও নিজেদের সেরাটা উজাড় করে দেবে।”




