ওয়েব ডেস্ক: শুক্রবার মধ্যরাত থেকেই ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া (Russia launched drones on Ukraine)। কিভ কর্তৃপক্ষের হিসাব বলছে, রাতভর হামলায় অন্তত ২৩ জন গুরুতর জখম হয়েছেন। ১৩ ঘণ্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৩ ঘণ্টায় মোট ৫৩৯টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তার মধ্যে ৪৭৬টি ড্রোন আকাশেই আটকে দেওয়া হয়েছে। তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে ছোড়েনি। ড্রোন হামলার নিরিখে এটি নজির। এ ছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত ১১টি ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। রাশিয়ার এই হামলার কারণে রাতভর ঘর ছেড়ে ‘নিরাপদ আশ্রয়ে’ (শেল্টার) থাকতে হয়েছে ইউক্রেনের মানুষকে। ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে। একাধিক শহরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। কিভের রেলস্টেশন এবং একাধিক অ্যাম্বুল্যান্সে হামলা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনে কথার পর ট্রাম্প বলেন, ‘‘আমাদের কথা হয়েছে। অনেক ক্ষণ ধরেই কথা হয়েছে। অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি। ইরান নিয়ে এবং ইউক্রেনে যুদ্ধ নিয়ে কথা হয়েছে। কিন্তু কথাবার্তার পর আমি খুশি হতে পারছি না।’’ চুক্তির বিষয়ে কথাবার্তা একেবারেই এগোয়নি, জানিয়েছেন ট্রাম্প।