ওয়েব ডেস্ক: পাকিস্তানের (Pakistan) মুখোশ খুলতে এবার দেশে দেশে যাবে ভারতের (India) সাত সদস্যের প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। বাকি ছয় সদস্যেরা হলেন— রবিশঙ্কর প্রসাদ (বিজেপি), সঞ্জয় কুমার ঝাঁ (জেডিইউ), বৈজয়ন্ত পাণ্ডা (বিজেপি), কানিমোঝি করুণানিধি (ডিএমকে), সুপ্রিয়া সুলে (এনসিপি) এবং শ্রীকান্ত একনাথ শিন্ডে (শিবসেনা)।
কাশ্মীরের পহেলগামে (Pahalgam) নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার কড়া জবাব দিয়েছে ভারত। অপারেশন সিঁদুর পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটি ধ্বংস তো করেছেই, পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতেও আঘাত হেনেছে। নরেন্দ্র মোদির সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছিলেন থারুর। ভারতের সামরিক প্রতিক্রিয়াকে তাঁর সমর্থন জানানো কংগ্রেসের কয়েকজন নেতার হালো লাগেনি।
সাত সদস্যের নাম এদিন ঘোষণা করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনি জানান, এই প্রতিনিধি দল ভারতের সহযোগী দলগুলিতে সফর করবে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জিরো-টলারেন্স নীতির কথা জানানো হবে। এই বিষয়ে ভারত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে জাতীয় ঐক্যে বিশ্বাস করে, তার প্রতিফলন হল এই সর্বদলীয় প্রতিনিধি দল।
কিরেন রিজিজুর ঘোষণার প্রতিক্রিয়ায় থারুর জানান, সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তিনি সম্মানিত। তিনি আরও বলেন, “যখন জাতীয় স্বার্থ জড়িত থাকে এবং আমার পরিষেবা প্রয়োজন হয়, তখন আমি পিছিয়ে যাব না।” এদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে কথা বলেছিলেন রিজিজু। তাঁদের চারজনের নাম প্রস্তাব করতে বলেছিলেন তিনি। কিন্তু কংগ্রেসের দেওয়া চারজনের নামের তালিকায় ছিলেন শশী থারুর। অথচ তাঁকেই বাছা হল।