Wednesday, March 19, 2025
spot_img
27.9 C
West Bengal

Latest Update

Smriti Irani

Smriti Irani | ফের ছোটপর্দায় স্মৃতি ইরানি?

Follow us on :

ওয়েব ডেস্ক: ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, এই ধারাবাহিক প্রবল জনপ্রিয়তা দিয়েছিল স্মৃতি ইরানিকে (Smriti Irani)। এবার সেই ছোট পর্দায় ফের ১৫ বছর ফিরছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি স্মৃতি ইরানি।

জানা গিয়েছে, জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে (Anupamaa Serial) একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্মৃতি ইরানিকে। ‘অনুপমা’ ধারাবাহিকে সম্প্রতি ১৫ বছরের একটি লিপ এসেছে। বহু নতুন নতুন চরিত্রদের দেখা যাচ্ছে পর্দায়।

উল্লেখ্য, একতা কাপুরের শো ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’ থেকেই তার জনপ্রিয়তা বাড়ে। এই ধারাবাহিকে তুলসীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল স্মৃতি ইরানিকে। ২০০৭ সালে এই ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দেন স্মৃতি। ২০০৮ সালে আবার একটি বিশেষ পর্বে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

Entertainment