ওয়েব ডেস্ক: দীর্ঘ ৯ মাস পরে ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams ) এবং তাঁর সহযোগী নভোচরেরা। নাসা জানিয়েছে, ভারতীয় সময় ১৯ মার্চ বুধবার ভোর ৩ টে ২৭ মিনিটে ফ্লোরিডা উপকূলের কাছে গালফ অফ মেক্সিকোয় স্প্ল্যাশডাউন হওয়ার কথা ড্রাগন স্পেস ক্যাপসুলের। সুনীতা উইলিয়ামসের সঙ্গে ফিরছেন বুচ উইলমোর, নিক হেগ ও রাশিয়ান অ্যাস্ট্রোনট আলেকজান্ডার গোরবুনভ। সময় যত বাড়ছে, বাড়ছে উৎকণ্ঠাও। সুনীতাদের সুস্থভাবে ফিরে আসার প্রতীক্ষায় বিশ্ব। দেখুন সেই ফিরে আসার লাইভ আপডেট-
LIVE: @NASA_Astronauts Nick Hague, Suni Williams, Butch Wilmore, and cosmonaut Aleksandr Gorbunov are packing up and closing the hatches as #Crew9 prepares to depart from the @Space_Station. Crew-9 is scheduled to return to Earth on Tuesday, March 18. https://t.co/TpRlvLBVU1
— NASA (@NASA) March 18, 2025