কলকাতা: ভারতে পৌঁছে গেল টি২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ী ভারতীয় ক্রিকেটারেরা। ট্রফি হাতে দিল্লি বিমানবন্দর থেকে বেরোলেন রোহিতরা। বেরোবার সময় কাপ উঁচিয়ে দেখালোন সমর্থকদের। বিমানবন্দরে ভারতীয় সমর্থকদের ভিড়। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বাস রওনা দিল হোটেলের উদ্দেশে। দিল্লির হোটেলে বিরাট কোহলিদের জন্য বিশেষ কেক। তাতে রয়েছে বিশ্বকাপ ট্রফিও। বার্বাডোজ থেকে পরিবারদের সঙ্গে নিয়ে ফিরেছেন ক্রিকেটারেরা। দিল্লির একটি হোটেলে বিশ্রাম নেওয়ার পর তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও সেখানে খারাপ আবহাওয়ার কারণে আটকে ছিল ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় সময় বুধবার দুপুরে সেখানে বিমানে ওঠেন ক্রিকেটারেরা। বৃহস্পতিবার সকালে ৬টা বেজে ৭ মিনিটে নামে রোহিতদের বিমান। রাত তিনটে থেকে বিমাবন্দরে ভারতীয় সমর্থকদের ভিড়।