স্পোর্টস ডেস্ক: দশকের পর দশকের ট্রফি খরা কাটাতে এবার নতুন কোচ নিয়োগ করল ইংল্যান্ড। বলা ভালো সাউথগেটের শূণ্যস্থান পূরণ করল হ্যারিকেনদের ফেডারেশন। ইউরো কাপে ইংল্যান্ডের ব্যর্থতার পরেই কোচের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন গ্যারেথ সাউথগেট। সেই জায়গায় এবার ইংল্যান্ডের নতুন কোচ হলেন টমাস টুখেল (Thomas Tuchel)।
এক নজরে জেনে নেওয়া যাক কে এই টুখেল?
*ইপিএলে চেলসির কোচ ছিলেন টুখেল।
*চেলসির দায়িত্ব নেওয়ার ক’দিন পরেই টুখেল ক্লাবকে ইপিএল ট্রফি জেতান। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ দেন
*পিএসজি-র হয়ে ফ্রান্সের ঘরোয়া লিগ জিতেছেন
*বায়ার্নের হয়ে জার্মানির ঘরোয়া লিগ জিতেছেন
জানা গিয়েছে, জানুয়ারি থেকে ইংল্যান্ড দলের দায়িত্ব নেবেন টুখেল।