Tuesday, July 15, 2025
spot_img
27.2 C
West Bengal

Latest Update

Paris Olympics 2024

অলিম্পিক্সে যুক্ত হল নতুন ২টি খেলা, কী কী জানেন?

টোকিও অলিম্পিক্সে হওয়া কয়েকটি খেলা বাদ দেওয়া হয়েছে

Follow us on :

স্পোর্টস ডেস্ক: এবার অলিম্পিক্সে যুক্ত হতে চলেছে দুটি নতুন খেলা। সেই সঙ্গে টোকিও অলিম্পিক্সে হওয়া কয়েকটি খেলা বাদ দেওয়া হয়েছে। এবং আগে অলিম্পিক্সে হওয়া কিছু খেলা ফিরিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু খেলার নিয়মও বদল করা হয়েছে। তাই এবারে অলিম্পিক্স অর্থাৎ প্যারিস অলিম্পিক্স ২০২৪ (Paris Olympics 2024) কিছুটা আলাদা তো বটেই।

কী কী খেলা নতুন খেলা যুক্ত হচ্ছে?

কায়াক ক্রশ: জলের এই খেলায় একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার জন। একই র‌্যাম্পে থেকে লড়াই করতে হয়। পুরুষ এবং মহিলা দু’বিভাগই থাকছে।

ব্রেকিং: এ বারই প্রথম অলিম্পিক্সে হবে এই খেলা। ব্রেকিং আসলে ব্রেক ডান্সেরই ক্রীড়া রূপ। পুরুষ এবং মহিলা বিভাগে বিভিন্ন দেশ থেকে ১৬ জন করে অংশগ্রহণ করবেন। প্রথমে হবে রাউন্ড রবিন লিগ। তার পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং মেডেল রাউন্ড। ৯ জন বিচারকের সামনে পারফর্ম করতে হবে ক্রীড়াবিদদের।

Entertainment